
স্কারবোরোর গিল্ডউড এলাকায় নেকড়ের ব্যাপারে সতর্কতা অবলম্বনের জন্য বাসিন্দাদের আহ্বান জানিয়েছে টরন্টো পুলিশ। আগ্রাসী নেকড়ের দল এক ব্যক্তিকে আক্রমণের চেষ্টার পর এই সতর্কতা দিল পুলিশ।
কিংস্টন রোডের দক্ষিণ-পূর্বে গিল্ডউড পার্কওয়ে ও লিভিংস্টোন রোডর কাছে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। টরন্টো অ্যানিমেল সার্ভিসেসও এ ব্যাপারে সতর্কতা জারি করেছে।
দক্ষিণ সেন্ট্রাল বার্লিংটনে সম্প্রতি কোনো ধরনের উস্কানি ছাড়াই নেকড়ের দল সাত ব্যক্তিকে আক্রমণ করে। আক্রমণের সবশেষ ঘটনাটি ঘটে ১৭ সেপ্টেম্বর টাক ক্রিকের কাছে লেকশোর রোডে।
সিটি কর্তৃপক্ষকে এখন পর্যন্ত চারটি নেকড়েকে থামাতে সক্ষম হয়েছে এবং বার্লিংটনে আগ্রাসী নেকড়েগুলোর খোঁজ চলছে।