
স্ট্রোক হওয়ার প্রধান কারণ
স্ট্রোক মস্তিষ্কের একটি রোগ, যাতে রক্তনালির জটিলতার কারণে হঠাৎ করে মস্তিষ্কের একাংশ কার্যকারিতা হারায়। রক্তনালিতে কখনও রক্ত জমাট বেঁধে কিংবা রক্তনালি ছিঁড়ে রক্তক্ষরণের কারণে ব্রেইনের একটি অংশ কার্যক্ষমতা হারিয়ে ফেলে। সাধারণত আমরা এমন হওয়াকে স্ট্রোক বলি। স্ট্রোক হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে প্রধান কারণগুলো জেনে নিন।
স্ট্রোক হওয়ার প্রধান কারণগুলো জেনে নিন-
– অনিয়ন্ত্রিত ডায়াবেটিস
– ধূমপানের বদ অভ্যাস
– নিয়মিত মদ্যপানের বদঅভ্যাস
– হার্টের অসুখ-রিউমেটিক ভাল্বুলার ডিজিস, অ্যারিদমিয়া
– স্ট্রেস ও ডিপ্রেশনসহ অন্যান্য মানসিক সমস্যা
– দিনভর বসে কাজ করা এবং কায়িক শ্রম না করা
– ফাস্টফুড বেশি খেলে
– রক্তে কোলেস্টেরল চর্বি স্বাভাবিকের তুলনায় বেশি হলে
– অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ-৫০% স্ট্রোক রোগিদের অনিয়ন্ত্রিত উচ্চরক্তচাপ থাকে। যারা নিয়মিত উচ্চ রক্তচাপের চিকিৎসা করেন না তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা ৫ গুন বেশি।