17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

মৃত ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বড় ভাই

মৃত ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বড় ভাই - the Bengali Times

বগুড়ার নন্দীগ্রামে মৃত ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে বড় ভাই (ভাশুর) আব্দুর রাজ্জাককে (৬৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে ওই নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

আসামি আব্দুর রাজ্জাক উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের কুস্তা পূর্বপাড়ার মৃত আব্দুর সোবাহান প্রামাণিকের ছেলে। তিনি ওই নারীর সম্পর্কে জ্যাঠাতো ভাশুর হন।

থানা সূত্রে জানা গেছে, সাত বছর আগে ওই নারীর স্বামী মারা গেছেন। দুই সন্তানের জননী বাড়িতে একা থাকার সুযোগে বড় ভাই আব্দুর রাজ্জাক তাঁকে কু-প্রস্তাব দিত। গত ১৩ মে রাতে ওই বিধবা নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। পরবর্তীতে ২৫ জুন রাতে ফের তাঁকে ধর্ষণ করা হয়। এ সময় ধর্ষণের বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। পরে বিয়ের কথা বলে সময় পার করতে থাকেন রাজ্জাক। অপরদিকে, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে প্রভাবশালীরা। দীর্ঘদিনেও কোনো সুরাহা না হওয়ায় নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেন ওই নারী।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হবে।

সূত্র : আজকের পত্রিকা

- Advertisement -

Related Articles

Latest Articles