6 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ল্যাপটপ চুরির পর ই-মেইলে ক্ষমা প্রার্থনা

ল্যাপটপ চুরির পর ই-মেইলে ক্ষমা প্রার্থনা - the Bengali Times
ছবি সংগৃহীত

ল্যাপটপ চুরি হওয়ায় মন খুব খারাপ ছিল জুয়েলি থিক্সোর। পরদিন খোদ চোরের ই-মেইল পেয়ে বিচিত্র অনুভূতির সঞ্চার হয়েছে তাঁর মনে। চোর তাঁর কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে ই-মেইলটি পাঠান। ই-মেইলটির স্ক্রিনশট টুইটারে তুলে দেন জুয়েলি। এনডিটিভি

টুইটটি এখন রীতিমতো ভাইরাল। ল্যাপটপে জুয়েলির গবেষণাবিষয়ক গুরুত্বপূর্ণ নথি ছিল। চোর ক্ষমা চাওয়ার পাশাপাশি জরুরি বিবেচনা করে গবেষণা নথিটিও ই-মেইলের সঙ্গে জুড়ে দেন। মেইলের বিষয় হিসেবে লেখা ছিল, ‘ল্যাপটপের জন্য দুঃখিত। ’ চিঠির ভেতর লেখা : ‘কী অবস্থা ভাই? আমি গতকাল আপনার ল্যাপটপটি চুরি করেছি। খুব টানাটানিতে পড়ে টাকার প্রয়োজনে আমাকে ল্যাপটপটি চুরি করতে হয়েছে। আমি দেখতে পাচ্ছি, আপনি একটি গবেষণার প্রস্তাব নিয়ে ব্যস্ত ছিলেন। আমি প্রস্তাবটি পাঠিয়েছি।

- Advertisement -

যদি আরো কোনো নথি প্রয়োজন হয়, তবে অনুগ্রহ করে সোমবারের আগে আমাকে ফাইলের নাম জানান। কারণ আমি একজন সম্ভাব্য খদ্দের পেয়েছি। ’ টুইটারে জুয়েলি থিক্সো লেখেন, ‘গতকাল আমার ল্যাপটপ চুরি করে আমাকেই ই-মেইল করা হয়েছে। মিশ্র অনুভূতি হচ্ছে মনের মধ্যে। ’ টুইটটি দেখে ইন্টারনেট ব্যবহারকারীরা ল্যাপটপ চোরের প্রতি সমবেদনাই জানিয়েছেন। একজন লেখেন, ‘কেউ পারলে এই লোককে চাকরি দিন। তিনি চুরির পর গবেষকের সময় ও পরিশ্রমের প্রতি সম্মানও দেখিয়েছেন। পারলে আমিই তাঁকে চাকরি দিতাম। ’

- Advertisement -

Related Articles

Latest Articles