17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

শ্যালিকার চিৎকারে ছুটে এল প্রতিবেশী, গ্রেপ্তার দুলাভাই

শ্যালিকার চিৎকারে ছুটে এল প্রতিবেশী, গ্রেপ্তার দুলাভাই - the Bengali Times

নীলফামারীর সৈয়দপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. হেলাল উদ্দিন নামের অবসরপ্রাপ্ত এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

- Advertisement -

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, সৈয়দপুর শহরের হাতিখানা ক্যাম্প সংলগ্ন বাসিন্দা ও ক্যান্টপাবলিক স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত ওই শিক্ষক আজ সকাল ৯টার দিকে উপজেলার বাঙালিপুর নিজপাড়ায় শ্বশুরবাড়িতে যান। এরপর পাশের চাচা শ্বশুরের বাড়িতে ঘুরতে যান।

এ সময় কিশোরী শ্যালিকাকে বাড়িতে একা পেয়ে যৌন হয়রানিসহ ধর্ষণের চেষ্টা করেন। ওই কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles