17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

৮০ কোটি দিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন জাহ্নবী

৮০ কোটি দিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন জাহ্নবী - the Bengali Times
জাহ্নবী কাপুর

বলিউডে তার পরিচয় ছিলা শ্রীদেবী কন্যা হিসেবেই। কিন্তু ২০১৮ সালে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে জাহ্নবী হয়ে উঠেন বলিউড নায়িকা। এরপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। মোট কথা জাহ্নবী এখন বলিউডের ব্যস্ত নায়িকা। অর্থকড়িও বেশ হয়েছে তার। প্রতি ছবিতেই আয় করছেন কাড়ি কাড়ি রুপি।

সেই রুপিতেই এবার মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত ডুপ্লেক্স ফ্ল্যাট ক্রয় করেছেন তিনি। যে ফ্ল্যাটটির জন্য মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হয়েছে তাকে। খবর ইন্ডিয়া টুডের।

- Advertisement -

মানিকন্ট্রোলের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বান্দ্রার পালি হিল ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় গড়ে উঠেছে ডুপ্লেক্স ফ্যাটটি। ৬ হাজার ৪২১ স্কয়ার ফিটের এ ফ্ল্যাটের জন্য জাহ্নবীকে ব্যয় করতে হয়েছে ৬৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮০ কোটি ১১ লাখ ১ হাজার ১৮ টাকা)। ফ্ল্যাটটির প্রথম তলায় বাগানের জায়গা ও সুইমিংপুলের ব্যবস্থা রয়েছে।

গত ১২ অক্টোবর জাহ্নবী কাপুর, খুশি কাপুর (বোন) ও বনি কাপুরের (বাবা) নামে রেজিস্ট্রি করা হয়েছে ফ্ল্যাটটি।

বর্তমানে জাহ্নবীর হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে—‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ও ‘বাওয়াল’।

- Advertisement -

Related Articles

Latest Articles