9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

পাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৫, উদ্ধার ২৫০

পাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৫, উদ্ধার ২৫০ - the Bengali Times

হই-হুল্লোড়ের মাঝে বিপত্তি।

- Advertisement -

ভয়াবহ অগ্নিকাণ্ড মস্কোর অদূরে এক পাবে। ফ্লেয়ার গান থেকে জনপ্রিয় পাবে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। যে ঘটনার জেরে ১৫ জন প্রাণ হারিয়েছেন। উদ্ধার করা হয়েছে ২৫০ জনকে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ভোলগার ধারে কোস্ত্রোমা শহরে পলিগন নামের এক জনপ্রিয় পাবে মধ্যরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। রাত দুটো নাগাদ আগুন লাগে।

কেউ নাচতে নাচতে ফ্লেয়ার গান ছোড়েন। তা থেকেই ফ্লোরে আগুন লেগে যায়। তড়িঘড়ি ছুটে আসে দমকল বাহিনী। সকাল পর্যন্ত উদ্ধার করা ২৫০ জনকে। প্রথমে ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে জরুরি পরিষেবা মারফত খবর পেয়ে আরও দুই মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে খবর, কোনও এক ব্যক্তি মত্ত অবস্থায় ফ্লেয়ার গান ছোড়েন। যা থেকে আগুন লাগে। ছড়িয়ে পড়ে প্রায় সাড়ে ৩ হাজার বর্গমিটার জুড়ে থাকা বিল্ডিংয়ে। চরম ক্ষতিগ্রস্ত হয়েছে ওই পাব।

সূত্র : আজকাল

- Advertisement -

Related Articles

Latest Articles