9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

‘যা-ই করি, লোকের কটাক্ষ শুনতে হয়’

‘যা-ই করি, লোকের কটাক্ষ শুনতে হয়’ - the Bengali Times
নুসরাত জাহান

টলিউডের সুন্দরী নায়িকা নুসরাত জাহান যেমন তার অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাত করে রেখেছেন দর্শকদের। ঠিক তেমনি বির্তক আর ট্রল যেন তার দৈনন্দিন জীবনের সঙ্গী। রিল লাইফ থেকে রিয়েল লাইফে তিনি যেটাই করেন না কেন, দর্শকদের নজর এড়ায় না। পাশাপাশি তার বাস্তব জীবনের কর্মকাণ্ড নিয়েও তাকে নানা কটাক্ষের শিকার হতে হয়। তাই বলে এগুলো নিয়ে পড়ে থাকেন না তিনি। নেটিজেনদের ট্রল, বিতর্কের স্পষ্ট জবাব দেন। এবার এই নায়িকা জানালেন, তিনি যা-ই করেন না কেন, লোকে কটাক্ষ করবেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন নুসরাত। সেখানে তাকে দেখে গেছে কালো রঙের স্লিপিং ড্রেসে। এ সময় রোদ চশমাও ছিল চোখে। ভিডিওটিতে লেখা উঠেছিল ‘যাই করুন না কেন লোকে কিছু না কিছু কটাক্ষ করবেনই।’

- Advertisement -

এরপরই নুসরাত বলেন, তাহলে কী করা উচিত? ফের ভিডিওতে লেখা ওঠে, ‘সব সময় মনে করবেন, আমি একদম ঠিক কাজ করছি।’

ব্যক্তিগত জীবন নিয়ে ফের সমালোচিত হন নুসরাত। এর আগে গত বুধবার একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি। পিঙ্ক ফ্যাশনে গা ভাসিয়ে দেওয়া সেই ছবিতে তিনি ধরা দেন নো মেকআপ থেকে একেবারে বোল্ড লুকে।

তার সেই ভিডিও দেখে বেজায় রেগে যান নেটিজেনরা। সবাই একবাক্যে বলে ওঠেন, নুসরাত তার আগের লুকেই বেশি সুন্দর ছিলেন।

- Advertisement -

Related Articles

Latest Articles