16.9 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

নারীর গোপনাঙ্গে ৮২ লাখ টাকার স্বর্ণের বার!

নারীর গোপনাঙ্গে ৮২ লাখ টাকার স্বর্ণের বার! - the Bengali Times

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় রত্না খাতুন (৩৪) নামে এক নারীর গোপনাঙ্গ থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তাকে আটক করা হয়েছে।

- Advertisement -

রোববার (৬ নভেম্বর) রাত ৯টার সময় বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি সীমান্তে এ ঘটনা ঘটে।

রত্না ওই থানাধীন পুটখালি গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালি গ্রামের আয়না খাতুনের কলা বাগানের মধ্যে ভারতে পাচারের উদ্দেশ্য বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে অবস্থান করছে রত্না। সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় নারী বিজিবি সদস্য দিয়ে তার দেহ তল্লাশি করে গোপন স্থানে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিচ স্বর্ণের বার পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৮২ লাখ ৩৪ হাজার টাকা। আটক আসামির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

সূত্র : বাংলানিউজ

- Advertisement -

Related Articles

Latest Articles