3.8 C
Toronto
বুধবার, এপ্রিল ১৬, ২০২৫

৬০ হাজার টাকা বেতনে ওয়াটারএইডে চাকরি

৬০ হাজার টাকা বেতনে ওয়াটারএইডে চাকরি - the Bengali Times

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

- Advertisement -

যা লাগবে-

পদের নাম : এমআইএস অ্যান্ড লার্নিং অফিসার

পদের সংখ্যা : ১টি

আবেদন যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/পরিসংখ্যান/এমআইএস বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা : জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বিদেশি ডিগ্রি বা শিক্ষাজীবনের ভালো ফল থাকলে অভিজ্ঞতা শিথিলযোগ্য। ডাটাবেজ সিস্টেম ও কম্পিউটার সফটওয়্যার বিষয়ে ভালো জানাশোনা থাকতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অ্যাপ্লিকেশন, এমওয়াটার ও এসপিএসএসের কাজ জানতে হবে। সমস্যা সমাধানের সক্ষমতা ও ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

কাজের স্থান : চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা : মাসিক বেতন ৬০,৩৭৫ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, জীবন বিমা, সন্তান ও স্বামী/স্ত্রীসহ কর্মীর স্বাস্থ্য বিমা, মুঠোফোন বিল ও সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ আছে।

আগ্রহীদের আবেদন করতে হবে অনলানে। আবেদন করতে ক্লিক করুন এখানে। আবেদনের শেষ তারিখ ২০ নভেম্বর ২০২২।

- Advertisement -

Related Articles

Latest Articles