8.1 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

পায়ের হাড় ভাঙলে যা করা উচিৎ

পায়ের হাড় ভাঙলে যা করা উচিৎ - the Bengali Times

পায়ের হাড় বলতে হাঁটুর নিচ থেকে গোড়ালির গাঁট পর্যন্ত টিবিয়া ও ফিবুলা নামক দুটো হাড়কে বোঝায়। যেকোনো অ্যাক্সিডেন্টে এ দুটো হাড়ের যেকোনো একটি অথবা দুটো হাড়ই ভেঙে যেতে পারে। হাড় ভেঙে গেলে জায়গাটা ফুলে ওঠে এবং রোগী প্রচণ্ড ব্যথা অনুভব করেন।

- Advertisement -

পায়ের হাড় ভেঙে গেলে কী করতে হবে

-রোগীকে চিৎ করে লম্বালম্বিভাবে শোয়ান, যেন তার পায়ের আঙুলগুলো ঊর্ধ্বমুখী থাকে।

-আহত পা-কে নিশ্চল বা অনড় রাখার জন্য ওই পায়ের দুপাশে হাঁটুর ওপর থেকে গোড়ালি পর্যন্ত কাপড়ে প্যাঁচানো কাঠের পাত বা স্প্লিন্টার রেখে ব্যান্ডেজ দিয়ে কয়েকটি বাঁধন দিতে হবে।

কাঠের পাত পাওয়া না গেলে বাঁশের চটি ব্যবহার করতে পারেন, তবে বাঁশের চটি অবশ্যই কাপড় দিয়ে পেঁচিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে, ভাঙা স্থানের ওপর সরাসরি কোনো ব্যান্ডেজ যেন না বাঁধা হয়। আরও লক্ষ্য রাখতে হবে, বাঁধনের ফলে পা এবং পায়ের পাতায় যেন রক্ত সঞ্চালন ব্যাহত না হয়।

-অতঃপর রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তবে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে পায়ের উপর যেন কোনো চাপ না পড়ে।

- Advertisement -

Related Articles

Latest Articles