9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

কারাগারে স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে হেরোইনসহ গ্রেফতার

কারাগারে স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে হেরোইনসহ গ্রেফতার - the Bengali Times

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে ৫ পুড়িয়া হেরোইনসহ স্বামী গ্রেফতার হয়েছেন।

- Advertisement -

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আমিনুল খন্দকার (৩৫) মাদারীপুরের কুলপরদী তালতলা এলাকার লাল মিয়া খন্দকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে মাদক মামলায় বন্দি রয়েছেন শম্পা পারভীন। মঙ্গলবার বিকেলে তার সঙ্গে সাক্ষাত করতে কারাগারে যাচ্ছিল তার স্বামী আমিনুল খন্দকার। একপর্যায়ে কারা কমপ্লেক্সে প্রবেশের সময় কারাগারের প্রধান ফটকে কারারক্ষীরা তাকে তল্লাশী করে। এসময় তার পকেট থেকে ৫ পুড়িয়া হেরোইন জব্দ করা হয়। পরে তাকে আটক করে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান লিটন জানান, তিনি হেরোইন নিয়ে কারাগারে ঢোকার চেষ্টা করে। পরে তাকে কারারক্ষীরা আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

সূত্র : বাংলানিউজ

- Advertisement -

Related Articles

Latest Articles