
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে সরব অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
গতকাল মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘কারো চোখের ভাষা এত সহজ কেন? ভেতর লুকোনো যায় না।
- Advertisement -
কারও চোখে এত রহস্য কেন? তাকে বোঝা যায় না।আমাকে তুমি বুঝে ফেললে কত সহজে আর আমি তোমাকে ভিন্ন ভাষার বই ভেবে খোলার সাহস টুকু পাইনি…’
- Advertisement -