
টাউন অব জর্জিনার নাগরিক জেনিফার গুয়েরটিন ওএমএইচএর অর্থ বিভাগের পরিচালক থাকাকালে তারা ২৪ লাখ ডলার হাতিয়ে নেন। এ ঘটনায় ২০১৯ সালের জুনে অভিযোগ গঠন করা হয়। প্রতারণার দায়ে ৪৭ বছরের জেনিফার গুয়েরটিনকে ৪৮ মাস বা ৪ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। তহবিল খোয়া যাওয়ার অভিযোগ পাওয়ার পর ২০১৮ সালের নভেম্বরে এ ঘটনার তদন্ত শুরু করে ইয়র্ক রিজিয়নাল পুলিশ।
৫ হাজার ডলার চুরি, বিশ্বাস ভঙ্গ, অপরাধের মাধ্যমে অর্জিত ৫ হাজার ডলারের সম্পদ কুক্ষিগত করা এবং কম্পিউটারের অননুমোদিত ব্যবহারের কারণে ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর গুয়েরটিনকে দোষী সাব্যস্ত করা হয়। অপরাধের শাস্তি হিসেবে তাকে ৪৮ মাসের কারাদ- ১ লাখ ডলার ওএমএইচএকে পরিশোধের আদেশ দেওয়া হয়েছে।
- Advertisement -