7.8 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

বিশ্বাসের সাথে কি নৃশংস গাদ্দারি

বিশ্বাসের সাথে কি নৃশংস গাদ্দারি - the Bengali Times
ছবি সংগৃহীত

দিল্লীর শ্রদ্ধা নামের একটি মেয়ে আফতাব নামের ছেলের প্রেমে পড়ে। শ্রদ্ধা তার মা বাবা ভাই বোন বাড়ি ঘর ধর্ম সব ছেড়ে ছেলেটির হাত ধরে মুম্বাই পাড়ি জমায়। ত্যাগ করল। ছেলেটিকে বিশ্বাস করে তারা একসাথে থাকতে শুরু করে।

কিন্তু লিভ ইন পার্টনারকে বিয়ের জন্য চাপ দিতে থাকলে আফতাব শ্রদ্ধাকে খুন করে লাশ ৩৫ টুকরা করে সেই লাশ ফ্রিজে রেখে দেয়। এরপর বিভিন্ন সময় ঘুরে ঘুরে ১৮ দিন ধরে শহরে সেই টুকরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। কি নৃশংস লাভ স্টোরি! বিশ্বাসের সাথে কি নৃশংস গাদ্দারি।

- Advertisement -

ছেলেটির জন্য মেয়েটি যাদের ছেড়ে এসেছিল তারা চুপি চুপি মেয়েটির খোঁজ রেখেছে। মেয়েটি ফেইসবুকে সরব থাকায় মেয়েটির পরিবারের সদস্যরা তার পোস্ট দেখতো এবং পড়তো। হঠাৎ সেই পোস্ট দেওয়াতে ছেদ ঘটে। অনেকদিন পোস্ট না দেখে মেয়েটির পরিবার খোঁজ নেওয়া শুরু করে এক পর্যায়ে পুলিশকে খবর দেয়।

তারপর সবকিছু revealed হয়। রক্তের বাঁধন ছিড়ে না। বয় ফ্রেন্ড গার্ল ফ্রেন্ড সম্পর্ক অর্জিত বাঁধন যা অনেকটা হাইড্রোজেন বন্ডিং এর মত যা ভাঙে আর গড়ে। ফেসবুক থেকে

- Advertisement -

Related Articles

Latest Articles