16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ধর্ষণ মামলায় জামিন পেতে ১ কোটি খরচ

ধর্ষণ মামলায় জামিন পেতে ১ কোটি খরচ - the Bengali Times

অস্ট্রেলিয়ায় সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়ে এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ানোর অভিযোগে গ্রেফতার হন শ্রীলংকার তারকা ক্রিকেটার ধানুস্কা গুনাথিলাকা।

- Advertisement -

ওই নারীর করা অভিযোগের প্রেক্ষিতে বিশ্বকাপ চলাকালীন সময়ে টিম হোটেল থেকে গুনাথিলাকাকে গ্রেফতার করে নিউ সাউথ ওয়েলস পুলিশ।

ধর্ষণের সেই মামলা থেকে মুক্তি পেতে ১ কোটি টাকা গচ্ছা দিতে হল লংকান তারকাকে।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার পার্কলি জেল থেকে ভার্চুয়ালি সিডনির ডাউনিং সেন্টার লোকাল কোর্টে হাজিরা দেন ধানুষ্কা। বিচারক জানান, একজন অস্ট্রেলিয়ান নাগরিকের বিরুদ্ধে যদি একই অভিযোগ উঠত, তাহলে যেভাবে বিচার হতো সেভাবেই ধানুষ্কার মামলার বিচার হবে।
ধানুষ্কার আইনজীবী মুরুগান থঙ্গরাজ দাবি করেন, সেটা করা হলে ধানুষ্কার জামিন মঞ্জুর হয়ে যাওয়ার কথা।

মামলার সরকারি আইনজীবী কেরি-অ্যান ম্যাককিনন বলেন, জামিন মঞ্জুর হলে অস্ট্রেলিয়া ছেড়ে পালিয়ে যেতে পারেন ধানুস্কা। সেইসঙ্গে অভিযোগকারীর নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে।

শ্রীলংকা ক্রিকেট বোর্ড জানায়, অস্ট্রেলিয়ায় এক নারীকে যৌন নির্যাতন করার অভিযোগে ধানুস্কা গুনাথিলাকা গ্রেফতার হয়েছেন। যে কারণে তাকে সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করার সিদ্ধান্ত নেয় ক্রিকেট পরিচালনা কমিটি।

প্রসঙ্গত, গুনাথিলাকা শ্রীলংকার হয়ে ৮টি টেস্ট, ৪৭টি ওয়ানডে ও ৪৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন।

- Advertisement -

Related Articles

Latest Articles