5.1 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

আত্মবিশ্বাসী হও, নিজের ওপর আস্থা রাখো; ঢাকায় নারীদের উদ্দেশে নোরা ফাতেহি

আত্মবিশ্বাসী হও, নিজের ওপর আস্থা রাখো; ঢাকায় নারীদের উদ্দেশে নোরা ফাতেহি - the Bengali Times
নোরা ফাতেহি

‘শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা, ঢাকায় এসে আমার খুবই ভালো লাগছে। এটা আমার দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফর। আমি খুবই আনন্দিত বোধ করছি। ’

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা; ঢাকার গল্পগুচ্ছের মঞ্চে রাত ৯টায় পা রাখেন নোরা ফাতেহি।

- Advertisement -

একদল নৃত্যশিল্পী নেচে-গেয়ে অভ্যর্থনা জানান তাঁকে। এ সময় নোরা ফাতেহি নিজের মুগ্ধতা প্রকাশ করেন।
দর্শকদের উল্লাস দেখে উড়ন্ত চুমু ছুঁড়ে দিয়ে নোরা ফাতেহি বলেন, ‘লাভলি এনার্জি গাইজ, লাভলি…’

বাংলাদেশের নারী ক্ষমতায়নে আপনার পরামর্শ কী? এমন প্রশ্নের জবাবে নোরা ফাতেহি বলেন, ‘আমি নারীদের উদ্দেশে একটি কথা বলবো আত্মবিশ্বাসী হও, নিজের ওপর আস্থা রাখো; নারীর ক্ষমতায়নে এটাই একমাত্র উপায়। নিজেকে শিক্ষিত করে গড়ে তোলো। শিক্ষাপ্রতিষ্ঠানে যাও। ’

আয়োজনে বাংলাদেশ থেকে সাবিলা নূর ও পূজা চেরি ফ্যাশন শো’তে অংশ নেন।

শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নোরা। সন্ধ্যার পরে উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২২-এ অংশ নেন।

নোরা ফাতেহি মঞ্চে নিজের প্রতিক্রিয়া জানালেও কোনো পারফরম্যান্সে অংশ নেননি। তবে মনোনীত নারীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। একটি ডকুমেন্টারির শুটেও অংশ নেন তিনি।

ঢাকায় অবস্থানকালে তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে থাকছেন। নির্ধারিত আয়োজন শেষ করে শনিবার বিকেলে বাংলাদেশ ছাড়বেন বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি।

- Advertisement -

Related Articles

Latest Articles