17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

মহাকাশে বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন রুশ অভিনেত্রী এবং অন্যরা

মহাকাশে বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন রুশ অভিনেত্রী এবং অন্যরা - the Bengali Times
ছবি সংগ্রহ

রাশিয়ার মহাকাশযান ‘সয়ুজ এমএস-১৯’ এর ধাক্কায় থরথর করে কেঁপে উঠেছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। রুশ মহাকাশযানের ধাক্কায় নিজের কক্ষপথ থেকে মহাকাশ স্টেশন ৪৫ ডিগ্রি কোণে সরে যেতেও বাধ্য হয়েছে।

রুশ মহাকাশযানে ছিলেন মহাকাশে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং করতে যাওয়া রুশ অভিনেত্রী জুলিয়া পেরেসিল্ড, পরিচালক ক্লিম শিপেঙ্কো ও মহাকাশচারী অভিনেতা ওলেগ নোভিতস্কি। তবে অল্পের জন্য তাঁরা বড় দূর্ঘটনা থেকে বেঁচে গিয়েছেন।

- Advertisement -

মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মিশন কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে বাংলাদেশ সময়ে শুক্রবার রাত ১১টা নাগাদ। চলচ্চিত্রের শুটিং হয়ে যাওয়ার পর অভিনেতা, অভিনেত্রী ও পরিচালককে নিয়ে মহাকাশ স্টেশন ছেড়ে ওই সময় পৃথিবীর উদ্দেশে রওনা দিতে তৈরি হচ্ছিল রুশ মহাকাশযান সয়ুজ এমএস-১৯। রবিবার সকালেই পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে ওই রুশ মহাকাশযানের। রুশ মহাকাশযানটি থেমেছিল মহাকাশ স্টেশনে রাশিয়ার যে গবেষণাগারটি রয়েছে, সেই ‘নাওকা মডিউল’-এ।

পৃথিবীতে ফিরে আসার লক্ষ্যে রুশ মহাকাশযানটির থ্রাস্টার ইঞ্জিনগুলি পরীক্ষা করে দেখছিলেন রুশ মাহাকাশচারী প্রযুক্তিবিদরা। থ্রাস্টার ইঞ্জিন চালু করতে গিয়েই ঘটে বিপত্তি। সময় শেষ হয়ে যাওয়ার পরেও বন্ধ করা যায়নি মহাকাশযানের থ্রাস্টার ইঞ্জিনগুলি। তাদের সজোর ধাক্কায় থরথরিয়ে কেঁপে ওঠে পুরো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। সেই ধাক্কা মহাকাশ স্টেশনকে নিজের কক্ষপথ থেকে অন্তত ৪৫ ডিগ্রি কোণে সরিয়েও দেয়।

তার পর ৪৫ মিনিটের চেষ্টায় রুশ মহাকাশচারী প্রযুক্তিবিদরা বন্ধ করতে সক্ষম হন মহাকাশযানের থ্রাস্টার ইঞ্জিনগুলি। তাতে মহাকাশ স্টেশনের দুলুনিও বন্ধ হয়।

গত জুলাইয়ে আর একটি রুশ মহাকাশযানের অবতরণের সময় এমন ভাবেই থরথরিয়ে কেঁপে উঠেছিল মহাকাশ স্টেশন। তার পর মহাকাশ স্টেশনের রুশ অংশে আগুন লেগে ধোঁয়া বেরিয়ে আসার ঘটনাও ঘটে গত সেপ্টেম্বরে।

গত ৬ অক্টোবর, মঙ্গলবার কাজাখস্তানের বাইকনুর নভোযান উড্ডয়ন কেন্দ্র থেকে ইউলিয়া পেরেসিল্ড এবং ক্লিম শিপেঙ্কোকে নিয়ে রওনা দেয় রাশিয়ার সয়ুজ এমএস-১৯ মহাকাশযান। মস্কোর সময় বুধবার ৩টা ১২ মিনিটে তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে যায়।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছিল, হলিউডের একটি চলচ্চিত্রের দৃশ্য ধারণ করতে স্পেসএক্সের রকেটে চড়ে মহাকাশে যাবেন অভিনেতা টম ক্রুজ।

কিন্তু টম ক্রুজের সেই ছবির নাম ঠিক হওয়ার আগেই ‘দ্য চ্যালেঞ্জ’ নামের একটি ছবির শুটিং করতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে চলে যান রাশিয়ার অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্ড এবং পরিচালক ক্লিম শিপেঙ্কো।

মহাকাশে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার প্রতিযোগিতা চলছে ইতিহাস হয়ে যাওয়া সেই ‘স্নায়ুযুদ্ধের’ সময় থেকে। দুই দেশেরই বড় কিছু অর্জন রয়েছে। মহাকাশে প্রথম স্যাটেলাইট এবং প্রথম মানুষ পাঠিয়েছিল রাশিয়া। তবে চাঁদে প্রথম সফল অভিযানটা চালায় যুক্তরাষ্ট্র। চাঁদে প্রথম পা রাখা মানুষের নাম তাই নিল আর্মস্ট্রং। এবার স্পেস স্টেশনে শুটিং করা প্রথম অভিনয় শিল্পী হতে চলেছেন রাশিয়ার ইউলিয়া পেরেসিল্ড।

ছবিতে এক চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেন ইউলিয়া, যাকে একজন নভোচারীর প্রাণ বাঁচাতে মহাকাশ স্টেশনে যেতে হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles