
ইরানের এক বিশিষ্ট অভিনেত্রী ইনস্টাগ্রামের ভিডিও পোস্টে প্রকাশ্যে হিজাব খুলে ফেলায় তাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। রোববার (২০ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
৫২ বছর বয়সী অভিনেত্রী হেনগামেহ গাজিয়ানি ইরানের চলমান আন্দোলনে দমনপীড়ন চালানোর সমালোচনা করতেন। তাকে দাঙ্গা উস্কে দেয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
ভিডিওর সাথে তিনি লেখেন, হয়তো এটা আমার শেষ পোস্ট। আমার সাথে এই মুহূর্ত থেকে যাই ঘটুক, আমি সর্বদা ইরানি জনগণের সাথে থাকব।
এর আগে সপ্তাহ খানেক আগে এক পোস্টে এই অভিনেত্রী ইরানের সরকারকে শিশু হত্যাকারী হিসেবে অবিহিত করেছিলেন।