0.5 C
Toronto
শুক্রবার, মার্চ ২১, ২০২৫

‘বিয়ার চাই, বিয়ার দাও’ স্লোগান উঠলো বিশ্বকাপের গ্যালারিতে

‘বিয়ার চাই, বিয়ার দাও’ স্লোগান উঠলো বিশ্বকাপের গ্যালারিতে - the Bengali Times
ছবি সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ শুরুর ৪৮ ঘণ্টা আগে বিয়ার নিষিদ্ধ করেছিল মধ্যপ্রাচ্যের দেশ কাতার।

তবে গতকাল রবিবার উদ্বোধনী ম্যাচেই কাতারের স্টেডিয়ামে স্লোগান উঠে, ‘বিয়ার চাই, বিয়ার দাও’।

- Advertisement -

বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়োজক দেশ কাতারকে ২-০ গোলে হারায় ইকুয়েডর।
খেলা শুরুর কয়েক মিনিট পরেই গ্যালারিতে উপস্থিত ইকুয়েডরের কয়েক হাজার সমর্থক চিৎকার শুরু করেন।

তারা বলতে থাকেন, ‘আমরা বিয়ার চাই। আমাদের বিয়ার দাও। ’ বেশ কিছুক্ষণ ধরে তারা সমস্বরে এই স্লোগান দিতে থাকেন।

- Advertisement -

Related Articles

Latest Articles