
ইংল্যান্ড ফুটবল দলের খেলোয়াড়দের অনেকের সঙ্গেই তাদের স্ত্রী বা বান্ধবীরা গিয়ে থাকেন। সমর্থন দিতে। কাতার বিশ্বকাপেও এর ব্যতিক্রম নয়।
তবে এর আগে কোনো বিশ্বকাপে পোশাক নিয়ে ছিল না নিষেধাজ্ঞা। কাতার মুসলিম দেশ হওয়ায় শালীন পোশাকের বাধ্যকতা আছে। ছোট পোশাক পরলে হতে পারে জরিমানা। সেটি ভালো করেই জানে ইংল্যান্ডের ফুটবল ফেডারেশন।
তাই তো ইংলিশ খেলোয়াড়দের বান্ধবী-স্ত্রীদের মিনি স্কার্ট, লো কাট টপস পড়তে নিষেধাজ্ঞা দিয়েছে ফেডারেশন।