
আশুলিয়ায় চলন্ত ভ্যান থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর ছিনতাইকারীকে ধাওয়া করে নিজেই ধরে থানায় নিয়ে গেল পোশাক শ্রমিক তরুণী। এ সময় তার চিৎকার শুনে এগিয়ে এসে সহায়তা করেন পথচারীরা।
ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যার পর ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এলাকায়। আশুলিয়া থানার সামনে দেখা যায় ছিনতাইকারীকে ধরে নিয়ে এসেছে ওই তরুণী। তার এমন সাহসিকতা দেখে উপস্থিত পথচারীরাও হতবাক হয়ে পড়েন।
ছিনতাইয়ের শিকার ওই পোশাক শ্রমিকের নাম সুমাইয়া। তার গ্রামের বাড়ি বরিশালে হলেও সপরিবারে আশুলিয়াতেই বসবাস করছে। অফিস ছুটির পর বাড়ি ফেরার সময় চলন্ত ভ্যানে ছিনতাইকারীর কবলে পড়ে সে।
আটক ছিনতাইকারীর নাম সুমন সরকার। সে বগুড়া জেলার শেরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।