2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

বুবলীর নাকফুল উপহারের খবরে অপু বিশ্বাস লিখলেন, ‘কী যে মজা’

বুবলীর নাকফুল উপহারের খবরে অপু বিশ্বাস লিখলেন, ‘কী যে মজা’ - the Bengali Times
অপু বিশ্বাস

সম্প্রতি জন্মদিন পালন করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা বুবলী। জন্মদিন নিয়ে গণমাধ্যমেও সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে জানিয়েছেন, জন্মদিনে সেরা উপহার পেয়েছেন স্বামী শাকিব খানের কাছ থেকে। শাকিব জন্মদিনে বুবলীকে ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন। বুবলী জানান, ‘জন্মদিনের সেরা উপহার ডায়মন্ডের নাকফুল, বীরের (শাকিব-বুবলীর সন্তান) বাবা শাকিব খান দিয়েছে। আমি আগে থেকে জানতাম না উপহারটি কী। যখন খুলে দেখলাম নাকফুল, দেখে আমার চোখে জল চলে এসেছিল। এটি হাতে নিয়ে আমি আবেগপ্রবণ হয়েছিলাম। আমি মনে করি, এ উপহার আমার জন্য তার অন্য রকমের ভালোবাসার বহিঃপ্রকাশ’।

সেই খবর চিত্রনায়িকা অপু বিশ্বাস শেয়ার করেছেন ফেসবুকে। অনেকগুলো হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘কী যে মজা!’

- Advertisement -

বুবলীর আগে অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। অপুর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর বুবলীকে বিয়ে করেন তিনি। বুবলী ও অপুর মধ্যকার সম্পর্ক যে বন্ধুত্বপূর্ণ নয় তা বহুবার প্রকাশ্যে এসেছে। নেটিজেনদের ধারণা, বিষয়টি আরও একবার স্পষ্ট হলো অপুর এমন মন্তব্যে।

- Advertisement -

Related Articles

Latest Articles