2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

বলিউডে অভিষেকের অপেক্ষায় সালমানের ভাগ্নি আলিজেহ

বলিউডে অভিষেকের অপেক্ষায় সালমানের ভাগ্নি আলিজেহ - the Bengali Times
সালমান খান ও ভাগ্নি আলিজেহ অগ্নিহোত্রী

বলিউডের অনেক তারকা পরিবারের সন্তানই ইতোমধ্যে পা রেখেছেন বলিউডে। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খানের ভাগ্নি আলিজেহ অগ্নিহোত্রী। সালমানের বড় বোন আলভিরা এবং বলিউড অভিনেতা অতুল অগ্নিহোত্রীর মেয়ে আলিজেহ। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৌমেন্দ্র পাধির পরবর্তী সিনেমায় অভিনয় করবেন তিনি।

হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী,ইতিমধ্যেই ছবির শ্যুটিং শুরু হয়ে গেছে। ছবির কাজ শুরু হলেও নাম এখনও চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এই নতুন ছবি।

- Advertisement -

পরিচালক সৌমেন্দ্র পাধি কাল্ট ওয়েব সিরিজ ‘জামতারা’ সিজন ১ এবং ১-এর জন্য পরিচিত। ‘বুধিয়া সিং’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন সৌমেন্দ্র।

আলিজেহের বাবা অতুল অগ্নিহোত্রীও নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা ছিলেন। নানা পাটেকরের সঙ্গে ‘ক্রান্তিবীর’ ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ‘রাধে’, ‘ভারত’, ‘বডিগার্ড’ ইত্যাদি ছবির প্রযোজনা করেছেন অতুল। অন্যদিকে সালমানের বোন আলভিরা পেশায় একজন সিনেমা প্রযোজক এবং ফ্যাশন ডিজাইনার।

- Advertisement -

Related Articles

Latest Articles