8.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ধর্ষণের অভিযোগে কানাডিয়ান পপ তারকার ১৩ বছরের জেল

ধর্ষণের অভিযোগে কানাডিয়ান পপ তারকার ১৩ বছরের জেল - the Bengali Times

ধর্ষণসহ বেশকিছু অভিযোগ প্রমাণিত হওয়ায় চীনা বংশোদ্ভূত কানাডিয়ান এক পপ তারকাকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন বেইজিংয়ের একটি আদালত।

- Advertisement -

শুক্রবার (২৫ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০২০ সালের নভেম্বর থেকে ডিসেম্বরে পপ তারকা উ ইফান তিনজনকে ধর্ষণ করেন বলে জানিয়েছেন বেইজিংয়ের চেয়াং জেলার আদালত। এ ছাড়া ২০১৮ সালে জুলাই মাসে যৌন কর্মকাণ্ডে অন্যদের একত্রিত করেছিলেন উ। এ অপরাধেও তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। কারাদণ্ডের পাশাপাশি ট্যাক্স ফাঁকির অভিযোগে উ ইফানকে ৮৩ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

উ ইফান যাদের ধর্ষণ করেছিলেন ঘটনার সময় তারা সবাই মদ্যপ ছিলেন। যে কারণে তারা উ’কে নিবৃত করতে পারেননি।

সামগ্রিক অপরাধের কারণে উ’কে মোট ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই শাস্তি ভোগ করার পর তাকে প্রত্যাবাসন করা হবে। অপরাধের প্রকৃতি, অবস্থা ও ক্ষতিকর বিষয়গুলো বিবেচনার পর তাকে এ শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আদালত।

সূত্র: বিবিসি

- Advertisement -

Related Articles

Latest Articles