17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

শিশু আয়ানকে ছয় টুকরো করে ভাসিয়ে দেওয়া হয় সাগরে

শিশু আয়ানকে ছয় টুকরো করে ভাসিয়ে দেওয়া হয় সাগরে - the Bengali Times
কামাল রাজ

চট্টগ্রামে ১০ দিন আগে মুক্তিপণ দাবিতে অপহরণ করা হয় সাত বছরের শিশু আলিনা ইসলাম আয়ানকে। এ সময় চিৎকার করায় তাকে হত্যা ও লাশ ছয় টুকরো করে ফেলে দেওয়া হয়। আবির আলী নামে একজনকে গ্রেফতার করে ওই খুনের রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব জানান পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাঈমা সুলতানা। পরে আবিরের দেওয়া তথ্যে গতকাল ইপিজেড এলাকার আলী রোডের বেড়িবাঁধ এলাকা থেকে আয়ানের খন্ডিত লাশ উদ্ধার করা হয়। পিবিআই পুলিশ সুপার বলেন, মুক্তিপণ দাবিতে শিশু আয়ানকে অপহরণ করে আবির।

- Advertisement -

তখন চিৎকার দেওয়ায় তাকে শ্বাসরোধে হত্যা ও লাশ ছয় টুকরো করা হয়। এরপর তা দুটি ব্যাগে করে বেড়িবাঁধ এলাকায় নদীর পাশে ফেলে রাখে আবির। ওই শিশু নিখোঁজের পর আশপাশের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে আবিরকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় হত্যায় ব্যবহার করা বঁটি ও এন্টিকাটার। প্রসঙ্গত, ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় ১৫ নভেম্বর আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয় আয়ান। এ ঘটনায় ইপিজেড থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা সোহেল রানা।

- Advertisement -

Related Articles

Latest Articles