
বিশ্ববিদ্যালয়ে ওয়াশরুমে ১২০০ শিক্ষার্থীর নগ্ন ভিডিও ধারণ করার অভিযোগে শুভম নামে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুভম ভারতের বেঙ্গালুরুর শহরের হোসাকেরহল্লি এলাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র।
ভারতের সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ শুভমের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। ওই মোবাইল ফোন থেকে এক হাজার ২০০টিরও বেশি নগ্ন ও অর্ধ-নগ্ন ভিডিও পাওয়া গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুভম জানিয়েছে, সে তার বহু বান্ধবীর অর্ধ-নগ্ন ছবি তুলেছে। তার মোবাইল ফোনে এ রকম এক হাজার ২০০টিরও বেশি ভিডিও ক্লিপ রয়েছে।
জানা গেছে, সম্প্রতি শুভম মেয়েদের ওয়াশরুম থেকে ক্যামেরা নিয়ে বের হওয়ার সময় এক ছাত্রী তাকে দেখে ফেলে। এরপর শুভম সেখান থেকে পালিয়ে যায়। পরে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করে।
প্রশাসন ওয়াশরুমের আশেপাশের সিসিটিভি খতিয়ে দেখে জানতে পারে, বেশ কয়েকবার মেয়েদের ওয়াশরুমে গেছে শুভম। ক্ষমা চাওয়ার পর প্রশাসন তাকে সতর্ক করে ছেড়ে দেয়। এর দুদিন পর একই কাজ করতে দেখা যায় তাকে। এরপর প্রশাসন তার বিরুদ্ধে থানায় মামলা করে।