2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

পোল্যান্ডের বিপক্ষে যে কৌশল নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা

পোল্যান্ডের বিপক্ষে যে কৌশল নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা - the Bengali Times
কাতার বিশ্বকাপে আজ পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপে আজ পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বাজে সূচনার পরও ১৯৯০ সালে দিয়েগো ম্যারাডোনারা ফাইনাল খেলেছেন। লিওনেল মেসিরা কী পারবেন ইতিহাসের পুনরাবৃত্তি করতে!

সি গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান পোল্যান্ডের। সমান ম্যাচে ৩ পয়েন্ট আর্জেন্টিনার। সৌদি আরবেরও আছে ৩ পয়েন্ট। মেক্সিকো ১ পয়েন্ট নিয়ে সবার নিচে। তবে মেক্সিকোর সুবিধা হলো— তাদের প্রতিপক্ষ সৌদি আরব। যারা ঘটনাক্রমে আর্জেন্টিনাকে হারিয়ে দিলেও পোল্যান্ডের বিপক্ষেই নিজেদের সত্যিকারের রূপ মেলে দিয়েছে। তবে মেক্সিকো-সৌদি আরব ম্যাচের ফল যাই হোক, আর্জেন্টিনার বিপদ কমছে না। পোল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই মেসিদের। বিশেষ করে মেক্সিকো একটু বড় ব্যবধানে জিতে গেলে আর্জেন্টিনা ড্র করলেও বিদায় নিতে পারে।

- Advertisement -

তবে লিওনেল মেসি এখন চাপমুক্ত, ফুরফুরে মেজাজে। নিজের মনের আনন্দ পুরো দলের মধ্যেই ছড়িয়ে দিচ্ছেন তিনি। দলের মধ্যে মেসির মতো অন্যরাও এখন বেশ চাপমুক্ত। বিশ্বকাপের ফেভারিট হিসেবে খেলতে এসে প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে পরাজয়ে বেশ কোণঠাসা করে ফেলেছিল মেসিদের। তবে মেক্সিকো ম্যাচ ভালোভাবেই জিতেছেন আলবেসিলেস্তরা।

লিওনেল মেসির দলও অবশ্য সব ম্যাচকে ফাইনাল ধরেই এগোচ্ছে। মেক্সিকোর বিপক্ষে জয়ের পর মেসি বলেন, ‘আমাদের আরেকটি বিশ্বকাপ শুরু হলো। আমরা আর ভুল করতে চাই না।’

পোল্যান্ড ম্যাচটিকেও তাই ফাইনালের মতো গুরুত্ব দিয়েই খেলবেন মেসিরা। আরেকটি ভুল যে তাদের ছিটকে দিতে পারে বিশ্বকাপ থেকেই? মেসির শেষ বিশ্বকাপটা কি এত সহজেই শেষ হয়ে যেতে দেবেন সতীর্থরা?

মঙ্গলবার কোচ লিওনেল স্কালোনি এবং ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ বলেছেন, দলের সবাই বেশ খোশ মেজাজে আছে। সময়টা উপভোগ করছেন। লিওনেল স্কালোনি সবাইকে চাপমুক্ত থেকে খেলার কথা বলছেন। লিওনেল মেসিও ড্রেসিং রুমের পরিবেশটা হালকা রাখছেন। সব মিলিয়ে চনমনে একটা ভাব বিরাজ করছে আর্জেন্টিনা দলে। তবে সেই সঙ্গে সতর্কও থাকছে দলটা।

- Advertisement -

Related Articles

Latest Articles