9.5 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আফগানিস্তানে স্কুলে বোমা হামলায় নিহত অন্তত ১৫

আফগানিস্তানে স্কুলে বোমা হামলায় নিহত অন্তত ১৫ - the Bengali Times

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সামাঙ্গান প্রদেশে একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

- Advertisement -

প্রাদেশিক মুখপাত্র এমদাদুল্লাহ মুহাজির বলেছেন, বুধবার (৩০ নভেম্বর) সামাঙ্গনের রাজধানী আইবাকের একটি স্কুলে বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

রাজধানী কাবুল থেকে প্রায় ২০০ কিলোমিটার (১৩০ মাইল) উত্তরে আইবাকের একজন চিকিৎসক বলেছেন, নিহতদের বেশিরভাগই যুবক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি এএফপিকে বলেন, তারা সবাই শিশু ও সাধারণ মানুষ।

খবরে বলা হয়, আফগানিস্তানের সামাঙ্গন প্রদেশের ওই মাদরাসায় বুধবার বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে বোমা ফাটে। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে চার দিক। তালেবানের পক্ষ থেকে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।

শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত জহিদা মাদরাসায় হামলাটি হয়েছে। সেখানে তখন প্রার্থনা সেরে সবে উঠছিলেন ছাত্র এবং শিক্ষকেরা। কাবুলের এক চিকিৎসক জানিয়েছেন, মৃতদের অধিকাংশই শিশু এবং সাধারণ মানুষ।

- Advertisement -

Related Articles

Latest Articles