5.1 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

আইপিএল নিলামে ৬ বাংলাদেশি ক্রিকেটার

আইপিএল নিলামে ৬ বাংলাদেশি ক্রিকেটার - the Bengali Times

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরে অংশগ্রহণ করতে ৬ বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন।

- Advertisement -

৩০ নভেম্বর নাম নিবন্ধনের শেষ সময় ছিল। সব মিলিয়ে ৯৯১ ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন যেখানে ভারতীয় ক্রিকেটার রয়েছেন ৭১৪ জন। ভারতের বাইরের ক্রিকেটার আছেন ২২৭ জন।

নিবন্ধিত ক্রিকেটারদের মধ্য থেকে ফ্রাঞ্চাইজিদের আগ্রহ আছে এমন ক্রিকেটারদের নিয়ে আরেকটি তালিকা করা হবে। সেই ক্রিকেটারদের তোলা হবে নিলামে। এবারের নিলাম হবে ২৩ ডিসেম্বর কোচিতে।

বাংলাদেশ থেকে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম এবং নাসুম আহমেদ। দিল্লি ক‌্যাপিটালস মোস্তাফিজুর রহমানকে রিটেইন করায় তার অংশগ্রহণ নিশ্চিত।

ইতোমধ্যে তাদের ভিত্তিমূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। যেখানে সর্বোচ্চ দেড় কোটি রুপি মূল্য ধরা হয়েছে সাকিবের। এছাড়া বাকি ক্রিকেটারদের সবার ভিত্তিমূল্য সর্বনিম্ন ৫০ লাখ রুপি।

- Advertisement -

Related Articles

Latest Articles