16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ঢাবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

ঢাবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা - the Bengali Times

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আজ শনিবার ঢাবি ছাত্রলীগের সম্মেলন শেষে এ ঘোষণা দেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।

- Advertisement -

এই সম্মেলনে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন সফল হয়েছে, স্বার্থক হয়েছে। সনজিত ও সাদ্দামের নেতৃত্বে ঢাবি ছাত্রলীগ ঐক্যবদ্ধ ছিল। শিক্ষার্থীদের পাশে থেকে, নিরলস পরিশ্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে সুসংগঠিত করেছে তারা। শিক্ষার্থীদের সব ন্যায্য দাবিতে পাশে থেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আজকের এই সম্মেলনের মাধ্যমে তাদের সফল কার্যক্রমের সমাপ্তি ঘটল। একইসঙ্গে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করছি।’

তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্ব প্রত্যাশী ২৪৫ জন নেতা সিভি জমা দিয়েছেন। আমরা মনে করি সবাই নেতৃত্ব পাওয়ার যোগ্য। তবুও সবকিছু বিবেচনা করে যোগ্যতার ভিত্তিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।’

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘চিন্তার কোনো কারণ নেই। আগামী ৬ ডিসেম্বর ছাত্রলীগের জাতীয় সম্মেলনের পর কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং মহানগরের (উত্তর-দক্ষিণ) কমিটি ঘোষণা করা হবে।’

এর আগে ২০১৮ সালের ২৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পরে ওই বছরের ৩১ জুলাই সনজিত চন্দ্র দাসকে ও সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এরপর আজ এই কমিটি বিলুপ্তির ঘোষণা দেন আল নাহিয়ান খান জয়।

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles