6 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

সতীর্থের স্ত্রীর সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, সার্বিয়া তারকার অস্বীকার

সতীর্থের স্ত্রীর সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, সার্বিয়া তারকার অস্বীকার - the Bengali Times
দুসান ভ্লাহোভিচ এবং প্রেদ্রাগ রাজকোভিচের সাথে তার স্ত্রী আনা ক্লার্ক

সুইজারল্যান্ডের কাছে হেরে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে সার্বিয়া। তবে এর আগে থেকেই সার্বিয়ার স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দলের গোলরক্ষকের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার। যদিও সেই ফুটবলার সব অভিযোগ অস্বীকার করেছেন।

সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচের বিরুদ্ধে অভিযোগ, তিনি দলের গোলকিপার প্রেদ্রাগ রাজকোভিচের স্ত্রী আনা ক্লার্কের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সার্বিয়ান গণমাধ্যমে বলা হয়েছে, তারা দুজন একসঙ্গে রাত্রিযাপনও করেছেন। তবে সুইজারল্যান্ড ম্যাচের আগে সব অভিযোগ অস্বীকার করে দুসান বলেন, ‘এভাবে সাংবাদিক সম্মেলন শুরু করতে হওয়ায় দুঃখিত। কিন্তু এ ব্যাপারে কথা বলতেই হবে। কারণ আমার নামে নোংরা খবর ছড়ানো হচ্ছে।’

- Advertisement -

দুসান ভ্লাহোভিচ আরো বলেন, ‘সাধারণত এ ধরনের খবর যা শুনি বা দেখি, সেগুলো খুব একটা পাত্তা দেই না। আসলে যারা এসব লেখে, তাদের কাছে আর কোনো কাজ নেই। ওরা হয় হতাশ, না হয় খুব রেগে গেছে। তবু দলের স্বার্থে আমাকে মুখ খুলতেই হচ্ছে। একটা কথাই বলতে পারি, অত্যন্ত জঘন্য কথা লেখা হচ্ছে। আমি এর থেকে নিজের নাম সরাতে চাই।’

গত মাসে তার ছেলে গুরুতর অসুস্থ থাকাকালীন এক সপ্তাহ হাসপাতালেই ছিলেন স্ত্রী তাদিজা। সেই প্রসঙ্গ মনে করিয়ে দুসান বলেছেন, ‘এর থেকেও খারাপ সময় দেখেছি আমরা। তখন সবাই আমাদের উপেক্ষা করেছে। তাদিজা কেমন আছে সেই খেয়াল কেউ রাখেনি। হয়তো ওরা এখন ভেবেছিল এ সব লিখলে আহত বাঘকে আর একটু খোঁচা দেওয়া যাবে। কিন্তু তাতে লাভ হবে না।’

গ্রুপপর্বের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ভ্লাহোভিচের দল সার্বিয়াকে। তাদের হারিয়ে দেওয়া সুইজারল্যান্ড নকআউটে খেলবে পর্তুগালের বিপক্ষে।

- Advertisement -

Related Articles

Latest Articles