5.1 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

টরন্টোতে দুই স্কুলে সন্ত্রাসী হামলার হুমকি

টরন্টোতে দুই স্কুলে সন্ত্রাসী হামলার হুমকি - the Bengali Times
টরন্টো পুলিশ সার্ভিস টিপিএস সোমবার বিকেলে গ্রেটার টরন্টো এলাকায় পৃথক দুটি পাবলিক স্কুলের বিরুদ্ধে বোমার হুমকির তদন্ত করেছে

টরন্টো পুলিশ সার্ভিস (টিপিএস) সোমবার বিকেলে গ্রেটার টরন্টো এলাকায় পৃথক দুটি পাবলিক স্কুলের বিরুদ্ধে বোমার হুমকির তদন্ত করেছে৷

পুলিশের মতে, কর্ডোভা অ্যাভিনিউতে অবস্থিত ইসলিংটন জুনিয়র মিডল স্কুলে প্রথম হুমকি দেওয়া হয়েছিল।আনুমানিক ১২:৪০-এ পুলিশ ঘোষণা করে যে স্কুলটি খালি করা হয়েছে এবং কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

- Advertisement -

ইটোবিকোকের ৪০৫০ ব্লুর সেন্ট ডব্লিউ-তে অবস্থিত ব্লুরলিয়া মিডল স্কুলের বিরুদ্ধে দ্বিতীয় হুমকি দেওয়া হয়েছিল। এবং পুলিশের তরফ থেকে বলা হয়েছে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুটি হুমকির মধ্যে কোন সংযোগ আছে কিনা তা এখনো স্পষ্ট নয়।

- Advertisement -

Related Articles

Latest Articles