
ক্যাটরিনা ও ভিকি
বি-টাউনের অন্যতম চর্চিত জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। দুজনের ঘনিষ্ঠতা নিয়ে প্রায় সময়েই গুঞ্জন শোনা যায়। তাদের সম্পর্কে জানতে চাইলে দুজনের কেউই মুখ খুলেননি কখনও।
অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে মুখ খুললেন স্বয়ং নায়ক নিজেই। ভিকি ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সময় হলে একটুও দেরি করব না। বাগদান সেরে ফেলব।’ সেই সঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনাদের বন্ধুরাই তো আমার আর ক্যাটরিনার বাগদানের ভুয়া খবর রটিয়েছিল।’
ভিকির ভাই সানি সংবাদ মাধ্যমকে জানান, তাদের মা-বাবাও ভিকির বাগদানের খবর শুনে মজা করে তাকে মিষ্টি খাওয়াতে বলেন।
এক সাক্ষাৎকারে সানি বলেন, ‘আমার মনে আছে, যখন এই গুঞ্জন শুরু হয় তখন ভিকি জিমে ছিল। যখন ও বাড়ি ফিরল মা-বাবা ইয়ার্কি করে বললেন, আরে তোমার বাগদানও হয়ে গিয়েছে। আমাদের মিষ্টি খাওয়াও। উত্তরে ভিকি বলেছিলেন, ‘বাগদান যেহেতু কাল্পনিক, তাই মিষ্টিটাও কল্পনাতেই খেয়ে নিও।’ এর পর হঠাৎ উড়ে আসা এই গুজব নিয়ে নিজেদের মধ্যে ঠাট্টা-মস্করা করেছিলেন তারা।
শোনা যায়, ২০১৯ সাল থেকে ক্যাটরিনার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন ভিকি। প্রেম নিয়ে যদিও তারা এখনো মুখ খুলেননি তবে মাঝেমধ্যেই তাদের একসঙ্গে দেখা যায় বিভিন্ন জায়গায়। নতুন বছরে আলিবাগে বেড়াতে গিয়েছিলেন একসঙ্গে।