9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

বাড়াবাড়ি করতে চাইলে হেফাজতের মতো পরিষ্কার হয়ে যাবে : কৃষিমন্ত্রী

বাড়াবাড়ি করতে চাইলে হেফাজতের মতো পরিষ্কার হয়ে যাবে : কৃষিমন্ত্রী - the Bengali Times
বক্তব্য দিচ্ছেন কৃষিমন্ত্রী ড মো আব্দুর রাজ্জাক

‘১০ ডিসেম্বর সমাবেশ করে বিএনপি কিছুই করতে পারবে না’, উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‌‘বাড়াবাড়ি করতে চাইলে মতিঝিল থেকে হেফাজত যেরকমভাবে পরিষ্কার হয়ে গিয়েছিল, সেরকম পরিষ্কার হয়ে যাবে।’

সোমবার ঢাকায় খামারবাড়িতে কেআইবি মিলনায়তনে বিশ্ব মৃত্তিকা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট এবং খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সহযোগিতায় কৃষি মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

- Advertisement -

কৃষিমন্ত্রী বলেন, ‌‘কোনোক্রমেই অসাংবিধানিক পদ্ধতিতে সরকারের পতন হবে না। সরকারের পতন ঘটাতে চাইলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে, নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
বিএনপি আন্দোলন করে আর হুমকি দিয়ে নির্বাচিত সরকারের পতন ঘটাতে পারবে না-উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘নির্বাচনের মাধ্যমেই সরকারের পরিবর্তন হবে।’ আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হবে বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র : বাসস

- Advertisement -

Related Articles

Latest Articles