14.5 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

ছেলের বলিউড অভিষেক নিয়ে যে প্রতিক্রিয়া জানালেন শাহরুখ-গৌরী

ছেলের বলিউড অভিষেক নিয়ে যে প্রতিক্রিয়া জানালেন শাহরুখ-গৌরী - the Bengali Times

মা বাবার সঙ্গে আরিয়ান খান বামে

বলিউডের আলোচিত দম্পতি শাহরুখ খান ও গৌরি খান। তাদের বড় ছেলে আরিয়ান খান, যিনি নিজেও বিগত সময়ে সংবাদের শিরোনাম হয়েছেন নানা কারণে। আবারও আলোচনায় বলিউড বাদশা খ্যাত শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এবার ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে শাহরুখ-গৌরি দম্পতি পুত্রের।

ক্যামেরার সামনে আসার ইচ্ছা তার কখনই ছিল না তার। মনের সব কল্পনাকে তুলে আনতে চেয়েছিলেন সাদা পাতায়। বুনতে চেয়েছিলেন গল্প। বাবা শাহরুখ খান সফলতম অভিনেতাদের একজন হলেও অভিনয় কখনওই টানেনি আরিয়ান খানকে। মাদক-কাণ্ডের ঝড়ঝাপ্টা শেষে এবার ইচ্ছা পূরণের পালা। খুব শিগগিরই বলিউডে অভিষেক ঘটতে চলেছে আরিয়ানের, মঙ্গলবার সন্ধ্যায় স্পষ্ট ইঙ্গিত দিলেন শাহরুখ-তনয়। অভিনেতা নন, পরিচালক আরিয়ানকে পেতে চলেছে বলিউড।

- Advertisement -

আগেই শোনা গিয়েছিল একটি ছবির জন্য গল্প লিখবেন আরিয়ান। সে অনুযায়ী কথাবার্তাও চলছিল। ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ করলেন আরিয়ান। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে চিত্রনাট্যের পাতার ছবি দিয়ে লেখেন, “চিত্রনাট্য লেখার কাজ শেষ করলাম। অপেক্ষা, কবে ‘অ্যাকশন’ বলব।”
স্পষ্টই বোঝা যাচ্ছে, নিজের প্রথম ছবির পরিচালক ও গল্পকার দুই-ই হতে চলেছেন আরিয়ান নিজেই। ছেলের প্রথম কাজ তার প্রযোজনার দায়িত্বে থাকবে শাহরুখের রেড চিলিজ এন্টারটেনমেন্ট।

আরিয়ানের এই পোস্টে প্রতিক্রিয়া দিয়েছে বলিউডের প্রায় অর্ধেকাংশ। ছেলের প্রথম কাজ প্রসঙ্গে বাবা শাহরুখ লেখেন, “ভরসা, চিন্তা, আস্থা রাখার পালা শেষ। এবার শুরু। অনেক শুভেচ্ছা তোমার প্রথম কাজের জন্য। প্রথম কাজ সব সময় স্পেশাল।”

ছেলের কমেন্ট বক্সে গৌরী লেখেন, “আমিও আর অপেক্ষা করতে পারছি না।”

শোনা যাচ্ছে, নতুন বছরেই শুরু হবে ছবির শুটিং। ২০২৩ সালটা যে খান পরিবারের জন্য স্মরণীয় হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। আগামী বছরই মুক্তি পাবে শাহরুখ অভিনীত ‘পাঠান’। বড় পর্দায় অভিষেক হতে চলেছে শাহরুখ কন্যা সুহানার। এবার প্রকাশ্যে এল আরিয়ানের স্বপ্নপূরণের খবর।

- Advertisement -

Related Articles

Latest Articles