
মেয়ের বিয়েতে যৌতুক হিসেবে নগদ টাকা, ঘরের আসবাবপত্র, গাড়ি, অনেক সময় পাত্রপক্ষের চাহিদা অনুযায়ী পণ্য দিতে হয়। এ নিয়মই যেন যুগ যুগ ধরে এ অঞ্চলে চলে আসছে। এবার কনেপক্ষের দেওয়া ১১ লাখ টাকা প্রত্যাখ্যান করে দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের উত্তর প্রদেশের মুজফফরনগরের সৌরভ চৌহান।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, সৌরভ চৌহান পেশায় একজন রাজস্ব কর্মকর্তা। বিয়ের আগের সৌরভকে কনেপক্ষ থেকে ১১ লাখ টাকা যৌতুক হিসেবে দেওয়া হয়। তবে সে টাকা ফিরিয়ে দিয়ে বিয়ের রেওয়াজ অনুযায়ী মাত্র এক টাকা নিয়ে বিয়ে করেন তিনি।
উল্লেখ্য, বিয়েতে কনেপক্ষের থেকে যৌতুক নেওয়া নিষিদ্ধ ভারতে। এরপরও নিয়মের তোয়াক্কা না করে হরহামেশাই যৌতুক লেন-দেন চলছে। ভারতের বিহার, উত্তরপ্রদেশের মতো রাজ্যে যৌতুক নেওয়ার অভিযোগ প্রায়ই প্রকাশ্যে আসে। আবার পাত্র সরকারি চাকরিজীবী বা উচ্চ পদস্থ কর্মকর্তা হলে পাত্রপক্ষের যৌতুকের দাবিটা আরও বেড়ে যায়। এমন সময়ে এক টাকায় বিয়ে করলেন সৌরভ।