17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

রোনালদোকে বান্ধবী জর্জিনার বার্তা, ‘আমরা হারিনি’

রোনালদোকে বান্ধবী জর্জিনার বার্তা, ‘আমরা হারিনি’ - the Bengali Times
ছবি সংগৃহীত

মরক্কোর বিপক্ষে পর্তুগাল হারতেই কোচ ফের্নান্দো সান্তোসকে এক হাত নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোষ্টে রোনালদোর উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন তিনি। বলেছেন, ‘জীবন আমাদের রোজ শেখায়। আজও আমরা হারিনি, অনেক কিছু শিখলাম।’

- Advertisement -

কাতার বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে রবিবার মরক্কোর কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের মতো এ ম্যাচেও রোনালদোকে শুরুর একাদশে রাখেননি পর্তুগাল কোচ।

ম্যাচের ৫১তম মিনিটে নামানো হয় রোনালদোকে। কিন্তু প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ে আর খেলায় ফিরতে পারেনি ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা।

ম্যাচের পর ইনস্টাগ্রাম স্টোরিতে রোনালদোর হাসিমুখের ছবি পোস্ট করে জর্জিনা লিখেন, ‘আজ তোমার কোচ তথা প্রিয় বন্ধু একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। সেই বন্ধু, সবসময় যার প্রশংসা শুনি তোমার মুখে, যাকে এত সম্মান কর তুমি।’

রোনালদোকে উপেক্ষা করা যায় না মন্তব্য করে জর্জিনা লিখেন, ‘তুমি শেষ পর্যন্ত মাঠে নামার পর দলের খেলায় কতটা পরিবর্তন হয়েছে, তা সারা বিশ্ব দেখল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তোমার মতো একজনকে এভাবে উপেক্ষা করা যায় নাকি! বিশ্বের সেরা ফুটবলার, নিজের সেরা অস্ত্রকেই ব্যবহার করল না!’

- Advertisement -

Related Articles

Latest Articles