5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

বিয়েতে স্ত্রীকে গাধা উপহার দিলেন স্বামী

বিয়েতে স্ত্রীকে গাধা উপহার দিলেন স্বামী - the Bengali Times
বিয়ের উপহার একটি গাধা

বিয়ে একটি পবিত্র বন্ধন। এ বন্ধন জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে। তাই এটি স্মরণীয় করে রাখতে একজন আর একজনকে কত কিছুই তো উপহার দেন। দামি গয়না থেকে শুরু করে বাড়ি-গাড়ি পর্যন্ত উপহার দেওয়ার চল রয়েছে বিয়েতে। কিন্তু তাই বলে একটি গাধা!

হ্যাঁ, সম্প্রতি এমনই কাণ্ড ঘটিয়েছেন পাকিস্তানের এক ইউটিউবার। তার নাম আজলান শাহ। এই ইউটিউবার তার বিয়ের ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর তাও মুহূর্তেই ভাইরাল।

- Advertisement -

আজলান ভিডিওতে বলেছেন, তিনি এবং তার স্ত্রী দু’জনেই প্রাণী ভালোবাসেন। আর গাধা অত্যন্ত পরিশ্রমী প্রাণী। যেখানে পোষ্য হিসেবে কেউ কুকুর বা বিড়াল পোষেন, সেখানে গাধা নয় কেন। তার মধ্যে তো কোনো খুঁতই নেই।

ভিডিওটি মন ছুঁয়েছে অনেকের। উপহার দেওয়ার পর আজলান, তার স্ত্রী এবং উপস্থিতি অতিথিরা মিলে বলিউডের বিভিন্ন গানের সঙ্গে নেচেছেন। কিন্তু তারপরেও ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থেকে গেছে গাধার বিষয়টিই।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার এক দিনের মধ্যে হাজার হাজার লাইক এসেছে। অনেকেই বলেছেন, মন ভালো করা একটি দৃশ্য এটি।

অনেকে বলেছেন, কোনো কোনো প্রাণীকে আমরা ছোট ভাবি। মনে করি, সেগুলো পোষার মধ্যে কোনো আভিজাত্য নেই। আজলানের কীর্তি সেই ধারণা বদলে দেবে।

- Advertisement -

Related Articles

Latest Articles