17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

৬ বছরের শিশুকে ধর্ষণ করল দুই সন্তানের বাবা

৬ বছরের শিশুকে ধর্ষণ করল দুই সন্তানের বাবা - the Bengali Times

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ধর্ষণের শিকার হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে এক শিশু (৬)।

- Advertisement -

রোববার (১১ ডিসেম্বর) বিকেলে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় অভিযুক্ত আদু শেখের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে গুরতর অবস্থায় ভুক্তভোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তি গোয়ালন্দ পৌরসভার নগর রায়েরপাড়া মহল্লার মৃত আফছার শেখের ছেলে আদু শেখ (৫০)। তিনি দুই সন্তানের জনক।

স্থানীয়রা জানান, এ ঘটনার পর থেকে গাঢাকা দিয়েছেন আদু শেখ।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, রোববার বিকেলে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।

তিনি আরও জানান, অধিক গুরুত্ব দিয়ে মামলাটির দ্রুত তদন্ত করা হবে। একই সঙ্গে অভিযুক্ত আদু শেখকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সূত্র : আরটিভি

- Advertisement -

Related Articles

Latest Articles