7.8 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

মেসিকে আবারও খোঁচা দিলেন তসলিমা নাসরিন

মেসিকে আবারও খোঁচা দিলেন তসলিমা নাসরিন - the Bengali Times
তসলিমা নাসরিন ও লিওনেল মেসি

পেনাল্টি কিকে গোল করতে না পারায় আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে খোঁচা দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন লেখিকা তসলিমা নাসরিন। এবার পেনাল্টি থেকে গোল করলেও মেসিকে ফের খোঁচা দিলেন তিনি। মেসি ভালো খেলেছেন, এমন প্রশংসা করে দেওয়া পোস্টে একজনরে মন্তব্যের উত্তরে এ খোঁচা দেন তসলিমা।

গত রাতে মরক্কোকে ৩-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। এ ম্যাচে পেনাল্টি কিক থেকে গোল করেছেন মেসি। আরেকটি গোলে দুর্দান্তভাবে করেছেন সহায়তা।

- Advertisement -

আর্জেন্টিনার জয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দেন তসলিমা নাসরিন। সে পোস্টে তিনি লেখেন, ‘মেসি আজ ভালো খেলেছেন। তৃতীয় গোলটা মেক করে দেওয়া তো দেখার মতো। মেসির মুখে হাসিও ফুটেছে আজ ভালো। কোলেও চড়েছেন অনেকের। এসব দৃশ্য তো চমৎকার।’

মেসির ভালো খেলার প্রশংসা করার পাশাপাশি তার ‘কোলে চড়ার’ প্রসঙ্গ তোলার মধ্যে অনেকেই প্রচ্ছন্ন কটাক্ষ খুঁজে পেয়েছেন। এরপর একজন তাকে মনে করিয়ে দেন মেসির পেনাল্টি কিকের কথা। তখন তার উত্তরে তসলিমা লেখেন, ‘পেনাল্টি গোল খুব কৃতিত্বের নয়। পারাটা স্বাভাবিক, না পারাটা অস্বাভাবিক। ওই গোলটা ধরছি না।’

এর আগে গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি কিকে গোল করতে ব্যর্থ হন মেসি। তখন তাকে নিয়ে পোস্ট দেন তসলিমা। ওই পোস্টে তিনি লেখেন, ‘মনে হচ্ছে ওই পেনাল্টি কিকগুলো আমি হলেও মিস করতাম না। কিন্তু মিস করলেন মেসি। পুরোই মেস। কোনও মানে হয়? বিশ্বকাপে তিনটে পেনাল্টি কিকের মধ্যে দুটোই মিস করলেন মেসি। আর এঁকে নিয়ে লোকের ম্যাডনেসের সীমা নেই। শুনেছি খেলতে গিয়ে এ পর্যন্ত ২৯টা নাকি ৩১টা পেনাল্টি উনি মিস করেছেন। উফ! ভাবা যায়?’

- Advertisement -

Related Articles

Latest Articles