
অন্টারিওর হুইটবিতে গত শুক্রবার সকালে ছুরি হামলা চালানো এক সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। ডারহাম রিজিয়নাল পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ৬টার দিকে ডানলপ ও ব্রক স্ট্রিটের কাছে ছুরি হামলার ব্যাপারে খবর পান তারা। পুলিশ সেখানে উপস্থিত হয়ে ৫১ বছর বয়সী এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় দেখতে পায়। এরপর তাকে দ্রুত সেখান থেকে টরন্টো এরিয়া ট্রমা সেন্টারে নেওয়া হয়।
ডানলপ স্ট্রিট থেকে পূর্ব দিকে পালিয়ে যায় সন্দেহভাজন। ছোখাটো গড়নের ওই সন্দেহভাজন পুরুষ এবং সর্বশেষ তাকে দেখা যায় কালো পোশাক পরিহিত অবস্থায়। তদন্তকারীরা এখনো ছুরিকাঘাতের উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করছেন।
এ ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে ১-৮৮৮-৫৭৯-১৫২০ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।