5.1 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

উরফি জাভেদকে ধর্ষণের পর খুন করার হুমকি!

উরফি জাভেদকে ধর্ষণের পর খুন করার হুমকি! - the Bengali Times
উরফি জাভেদ

সময় খারাপ যাচ্ছে বলিউড অভিনেত্রী উরফি জাভেদের। সম্প্রতি দুবাইয়ে গিয়ে পুলিশের হাতে আটক হন তিনি। পরে ছাড়া পেলেও অসুস্থ হয়ে ভর্তি আছেন হাসপাতালে। এবার ধর্ষণ ও খুনের হুমকি পেলেন তিনি! তবে হুমকিদাতাকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে- হোয়াটসঅ্যাপে উরফিকে ধর্ষণ করার এবং খুন করার হুমকি দেন নবীন গিরি নামের এক যুবক। এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন উরফি। সে অভিযোগ আজ বৃহস্পতিবার নবীন গিরিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন উরফি জাভেদ। পরে ‘বিগ বস ওটিটি’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন তিনি। তবে সেসব এখন অতীত। কাজ করেছেন হিন্দি ওয়েব সিরিজেও। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles