16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

রাজের সঙ্গে পরীমনির বিচ্ছেদ কি তবে চূড়ান্ত?

রাজের সঙ্গে পরীমনির বিচ্ছেদ কি তবে চূড়ান্ত? - the Bengali Times

আলোচিত চিত্রনায়িকা পরীমণির একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর ) দিবাগত রাত পৌনে ১টায় ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি স্বামী শরিফুল ইসলাম রাজের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন।

- Advertisement -

পরীমণি লিখেছেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে । জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।’

গত নভেম্বরে রাজকে নিয়ে পরীমণি ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের কথার লড়াই চলে। শেষপর্যন্ত মিমও রাজের সঙ্গে আর পর্দা ভাগ করবেন না বলে ঘোষণা দেন।

রাজের সঙ্গে পরীমনির বিচ্ছেদ কি তবে চূড়ান্ত? - the Bengali Times

গত নভেম্বরে বিদ্যা সিনহা মিমকে উদ্দেশ করে পরীমণি ফেসবুকে লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ মিমের সঙ্গে স্বামী শরিফুল ইসলাম রাজের কথোপকথনের দিকে ইঙ্গিত করে পরীমণি লিখেছিলেন, ‘রাজ, এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি।’

তবে তখন এই বিষয়ে মন্তব্য করতে বেশি সময় নেননি মিম। পরীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁমকি দেন তিনি।

মিমের ফেসবুক স্ট্যাটাসের উত্তরে তখন পরীমণি লেখেন, ‘বিশ্বাস কর ভাই মিম, রাজের সাথে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ—সবকিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের হলো, রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই। এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত-দিন। বিশ্বাস করো, তোমাদের এই মাঝ রাত্তিরের ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারা রাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।’

পরীমণি তখন আরও লেখেন, ‘এই যে মিম, তুমি বললা আমি জেলাসি করলাম তোমার সাথে! এটা দশ জন আননোন লোকে বলতেই পারে কিন্তু মিম তুমি কি করে এটা বলো? যেখানে পরান রিলিজের পর সব খানে আমি বলে আসছি রাজের সাথে মিম জুটি হয়ে কাজ করুক। তোমাদের জুটি দেখতে ভালো লাগে পর্দায়। এটা তোমরাও চাও। তোমার মা-ও সেদিন আমাদের লিভিং রুমে আমার সাথে এই নিয়ে কতো কথা বললাম। এই তো সেদিন ইনফিনিটি সিজন ২ এর জন্যে তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম, রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই।’

তবে কি এই ঝামেলার জেরেই পরিণতিতে ভাঙতে চলেছে রাজ-পরীর সংসার। এ নিয়ে অবশ্য নায়িকা এখনো সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি।

চলতি বছরের ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজ ও পরীমণি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে ১০১ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয় তাঁদের।

তবে জানুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা করলেও পরী-রাজ গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন বলে জানা যায় । তাঁরা বিয়ের বিষয়টি ঘোষণা দেন চলতি বছরের ১০ জানুয়ারি। রাজ্য নামে তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles