8.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

মিথিলাকে রেখে রাতে বাংলাদেশের কোন নায়িকাকে মেসেজ করেছিলেন সৃজিত?

মিথিলাকে রেখে রাতে বাংলাদেশের কোন নায়িকাকে মেসেজ করেছিলেন সৃজিত? - the Bengali Times

সৃজিত মুখোপাধ্যায়ের ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ সিরিজের হাত ধরে ওপার বাংলায় হাতেখড়ি আজমেরী হক বাঁধনের। নিজের ক্যারিয়ারে নানান চড়াই-উতরাই পেরিয়েছেন তিনি।

- Advertisement -

কিভাবে সৃজিতের সিরিজে কাজের সুযোগ আসে বাঁধনের কাছে? সেই কথাই জানালেন তিনি। অনেকেই ভাবতে পারেন, স্ত্রী মিথিলাকে সুযোগ না দিয়ে কেন বাঁধনকে বেছে নিয়েছিলেন সৃজিত?

বাঁধনের কথায়- আমি প্রথমে সৃজিতের মেসেজ ফেক বলে মনে করি। তখন করোনা পরিস্থিতি একদম শুরুর দিকে। হঠাৎ রাতে সৃজিতের তরফ থেকে মেসেজ আসায় মনে হয়েছিল, এ সময় সৃজিত কিনা আমায় নিয়ে সিরিজের কথা ভাবছেন, এটা সম্ভব! তার পরের দিন আমাদের বাংলাদেশের এক প্রযোজক কনফারেন্স কলে আমার সঙ্গে সৃজিতের কথা বলিয়ে দেন। তারপর আমার বিশ্বাস হয়।

বাঁধনের খ্যাতি এখন সারা বিশ্বে। ‘রেহানা মরিয়ম নূর’ ছবির জন্য প্রশংসিতও হয়েছেন বিশ্ব দরবারে। আপাতত মেয়েকে নিয়ে সুখের সংসার বাঁধনের।

সূত্র : যুগান্তর

- Advertisement -

Related Articles

Latest Articles