9.5 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ডালে পোকা আক্রমণ করছে? জেনে নিন টিপস

ডালে পোকা আক্রমণ করছে? জেনে নিন টিপস - the Bengali Times

বর্ষায় তো বটেই, নিয়মিত রোদে না দিলে বছরের যেকোনো সময়ই পোকা আক্রমণ করতে পারে ডালের বয়ামে।

- Advertisement -

কীভাবে সুরক্ষিত রাখবেন ডাল? জেনে নিন টিপস।

  • ডালের বয়ামে ৮-১০টি লবঙ্গ ফেলে দিন। পোকা আক্রমণ করবে না সহজে।
  • কয়েক কোয়া রসুন রাখলেও পাবেন উপকার।
  • ডালসহ নিম পাতা রেখে দিন ডালের বয়ামে। পোকা ঘেঁষবে না ধারেকাছে।
  • কয়েকটি শুকনো মরিচ ফেলে দিন ডালের ভেতরে। ঝরঝরে থাকবে ডাল।
  • ডালের বয়াম ফ্রিজে রেখে দিতে পারেন।
- Advertisement -

Related Articles

Latest Articles