11.8 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

রক্তাক্ত বালিশ-বিছানার ছবি দিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা পরীমণির

রক্তাক্ত বালিশ-বিছানার ছবি দিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা পরীমণির - the Bengali Times

বালিশ ও বিছানায় রক্তের দাগ স্পষ্ট—এমন দুটি ছবি প্রকাশ করে পরীমণি লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার, প্রেস কনফারেন্স টুমরো লোডিং।’

- Advertisement -

ধারণা করা হচ্ছে, রাজের সঙ্গে পরীমণির ঝগড়ার কারণে পরীমণি আহত হয়েছেন। যদিও বিষয়টি খোলাসা করেননি পরীমণি।

বেশ কয়েক দিন ধরেই রাজের সঙ্গে পরীমণির ঝামেলা চলছে। দাম্পত্য কলহের কারণে পরীমণি রাজকে ডিভোর্স দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন ৩১ ডিসেম্বর। তবে রাগ কমলে আবারও বাসায় ফিরেছিলেন এই নায়িকা। কয়েক ঘণ্টার ব্যবধানেই আবারও এমন স্ট্যাটাস দিলেন তিনি।

ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা ২০২১ সালের ১৭ অক্টোবর চুপিসারে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন। চলতি বছরের ১০ জানুয়ারি এ খবর প্রকাশ্যে আনেন তারা। সে সময় পরী জানান, তাদের ঘরে সন্তান আসছে। গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরী। রাজ-পরীর সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

সম্প্রতি আরেক নায়িকা বিদ্যা সিনহা মিমকে রাজের সঙ্গে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেই ক্ষোভ প্রকাশ করেছিলেন পরী। তবে মিম গত সপ্তাহে তার স্বামী রনি পোদ্দারের সঙ্গে বিবাহবার্ষিকী উদযাপনে দুবাই ঘুরতে গেছেন।

সূত্র : পূর্ব পশ্চিম

- Advertisement -

Related Articles

Latest Articles