2.2 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

প্রতারণার ব্যাপারে পিআরপির সতর্কতা

প্রতারণার ব্যাপারে পিআরপির সতর্কতা - the Bengali Times
ফাইল ছবি

ফুড ডেলিভারি ড্রাইভার সেজে কেউ আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে বলে বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে পিল রিজিয়নাল পুলিশ (পিআরপি)। কনস্টেবল হিদার ক্যানন গত শুক্রবার এক ভিডিওতে বলেছেন, এসব ভুয়া ডেলিভারি ড্রাইভার বাসিন্দাদের কাছে যেতে পারে এবং নগদের পরিবর্তে ডেবিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করতে বলতে পারে।

ডেলিভারি ড্রাইভার সেজে থাকা এই দুষ্কৃতকারীরা ডেবিট টার্মিনাল ব্যবহার করে আপনার সঙ্গে স্বাভাবিক লেনদেন করতে পারে এবং এর ফলে আপনার অ্যাকাউন্টটি তার নিয়ন্ত্রণে চলে যেতে পারে। সন্দেহভাজনরা সাধারণ পিৎসা চেইনের লোগো ব্যবহার করে গাড়ি চালিয়ে আসতে পারে। তবে কোনো কোম্পানির নাম ভাঙিয়ে এ ধরনের প্রতারণা করা হচ্ছে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলথে পারেনি পিআরপির একজন মুখপাত্র। এ অবস্থায় দাবি করা হলেও এভাবে অর্থ পরিশোধ না করতে বাসিন্দাদের অনুরোধ জানানো হয়েছে।

- Advertisement -

ক্যানোন বলেন, কেউ এলে তাকে বলুন, আপনার হাতে মূল্য পরিশোধের কোনো সুযোগ নেই। বিবাদ এড়িয়ে যান, সেখান থেকে সরে আসুন এবং পুলিশকে খবর দিন।

এখন পর্যন্ত এ ধরনের তিনটি ঘটনার খবর পেয়েছে পিআরপি।

- Advertisement -

Related Articles

Latest Articles