17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

মেট্রোর দরজায় আটকে গেল তরুণীর ওড়না, অতঃপর…

মেট্রোর দরজায় আটকে গেল তরুণীর ওড়না, অতঃপর… - the Bengali Times
ছবি সংগৃহীত

ভয়ংকর এক দুর্ঘটনার সাক্ষী হল মুম্বাই মেট্রো। মৃত্যুর মুখ থেকে ফিরলেন এক তরুণী। ৪৫ মিনিটের মর্মান্তিক ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখে আঁতকে উঠেছে সবাই। মুম্বাই মেট্রোর চাকালা স্টেশনে এই ঘটনাটি ঘটেছে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ট্রেন থেকে নামার পর স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন তরুণী। ট্রেনের স্লাইডিং দরজায় আটকে রয়েছে তার ওড়না, সেটাই ছাড়ানোর চেষ্টা করছেন তিনি। যদিও পেরে উঠছেন না কিছুতেই। এই সময় আচমকা ট্রেন ছেড়ে দেয়। তখনই ট্রেনের গতির টানে মাটিতে আছড়ে পড়েন তরুণী। এরপর তাকে টানতে টানতে নিয়ে যায় ট্রেনটি।

- Advertisement -

প্লাটফর্মের শেষ প্রান্ত পর্যন্ত তরুণীকে ছেছঁড়াতে ছেছঁড়াতে নিয়ে যায়। তরুণী ব্যাপক ভাবে আহতও হয়েছেন। যদিও দুই ব্যক্তি তরুণীকে উদ্ধারের জন্য চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন।

ভিডিওর শেষে দেখা যায়, আরপিএফ ও অন্য রেলকর্মীরা একটি ট্রলিতে তুলে আহত তরুণীকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন। নেটিজেনদের অনেকের মতে, পোশাক নিয়ে আরও সতর্ক থাকতে হবে আমাদের। না হলেএই ধরনের বিপজ্জনক ঘটনা ঘটতে পারে আবার।

- Advertisement -

Related Articles

Latest Articles