16.9 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

সৌদির বিলাসবহুল হোটেলে রোনালদোর পেছনে খরচ কত?

সৌদির বিলাসবহুল হোটেলে রোনালদোর পেছনে খরচ কত? - the Bengali Times

ছবি সংগৃহীত

সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়ে ইতিহাস গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি বার্ষিক ২১ কোটি মার্কিন ডলার আয় করবেন। এটি তাকে সর্বোচ্চ পারিশ্রমিকের কাতারে নিয়ে গেছে। তবে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় এখনই মাঠে নামতে পারছেন না রোনালদো।

ম্যানচেস্টার থেকে রিয়াদে আসা রোনালদোর এখনো স্থায়ী বসবাসের জায়গাও ঠিক হয়নি। তবে সিআর সেভেন খ্যাত এই তারকার জন্য বিশাল বন্দোবস্ত করে রেখেছে কর্তৃপক্ষ। তাকে আপাতত থাকতে হবে ফোর সিজন হোটেলের বিলাসবহুল কিংডম টাওয়ারে। এখান থেকে পুরো শহরটি তিনি এক নজরে দেখতে পারবেন। এমনই খবর প্রকাশ করেছে ডেইলি মেইল।

- Advertisement -

এই হোটেলের অন্যতম ১৭টি কক্ষের একটি রোনালদোর জন্য বেছে নেওয়া হয়েছে। যেখানে তার পরিবার, বন্ধু ও নিরাপত্তারক্ষীরা থাকবেন। তার কক্ষের সবচেয়ে বড় ঘরটির সাইজ হচ্ছে ৩ হাজার বর্গফুট।

রাজকীয় এই কক্ষে প্রতি রাতে রোনালদোর পেছনে খরচ হবে ৩৩০০ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় ৪ লাখের বেশি। আর ধারণা করা হচ্ছে এই হোটেলে তিনি এক মাস থাকবেন। যেখানে অনান্য খরচ মিলিয়ে ২ লাখ ৫০ হাজার পাউন্ড ছাড়িয়ে যাবে। টাকার মানে যা ৩ কোটি ১০ লাখের বেশি।

- Advertisement -

Related Articles

Latest Articles